স্বাতী খন্দকার, আগেও দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার তৃতীয়বারেও চণ্ডীতলায় জয়ের ধারা বজায় রাখলেন। তার বিপুল জয়ে হারলেন সিপিএমের হেভিওয়েট প্রার্থী মুহাম্মাদ সেলিম ও বিজেপির অভিনেতা প্রার্থী যশ দাশগুপ্ত।
জানা গেছে, একসময় চণ্ডীতলায় তৃণমূলের বিধায়ক ছিলেন আকবর আলি খন্দকার। শ্রীরামপুর লোকসভা থেকে সাংসদও ছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসী সৈনিক ছিলেন আকবর। তার মৃত্যুর পর চণ্ডীতলা থেকে ২০০৬ সালে আকরবরের স্ত্রী স্বাতী খন্দকারকে টিকিট দেন মমতা।
সেবার ১১,৬০০ ভোটে সিপিএম এর ভক্তরাম পানের কাছে পরাজিত হন স্বাতী। পরের বার দাঁড়িয়ে ১৫,৭২৬ ভোটে জেতেন। ২০১৬ সালেও জেতেন ১৬,৮২৮ ভোটে। ২০১৯ সালের লোকসভা ভোটে হুগলি জেলায় সার্বিক ফল ভাল হয়নি তৃণমূলের। তবু চণ্ডীতলায় কিন্তু জয়ের ধারা বজায় ছিল।