নন্দীগ্রামে মমতা ব্যানার্জী জিতেছেন, নাকি শুভেন্দু অধিকারী জিতেছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। এদিকে সংবাদ সংস্থা এএনআই এক টুইট বার্তায় জানিয়েছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ১২০০ ভোটে জিতেছেন মমতা। কিন্তু পরে জানা যায় শুভেন্দু জিতেছেন। আনন্দবাজারকে সে কথা জানান বিজেপির প্রার্থী শুভেন্দু নিজেই। এই ঘটনা নিয়ে কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জী।
এর মধ্যে এবার নন্দীগ্রামের ফল স্থগিতের ঘোষণা দিলো নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনিক কর্মকর্তা আরিজ আফতাব জানিয়েছেন, ফলাফল ঘোষনার ক্ষেত্রে বেশকিছু প্রক্রিয়া বাকি রয়েছে ভোট পুনর্গণনা হবে কিনা সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার।
উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের ভোটে ২৯৪টি বিধানসভার আসন থাকলেও আজ রবিবার ভোট গণনা হিচ্ছে ২৯২টি আসনের। রাজ্যবাসী তো বটেই গোটা ভারত তাকিয়ে রয়েছে নন্দীগ্রামের দিকে। কেননা ওই আসনে রাজ্য রাজনীতির দুই মহারথী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লড়েছেন। যদিও শুভেন্দু একসময় মমতা ঘনিষ্ঠ তৃণমূলের মন্ত্রী ছিলেন, পরে তিনি বিজেপিতে যোগ দেন।