কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় নিচের বালু ধসের কারণে গর্তে পড়ে সবুজ মিয়া (৩৫) এক শ্রমিক নিহত হয়েছেন। পহেলা মে শ্রম দিবসে দুপুর বেলায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর তিন নম্বর বালু মহালের বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল এলাকায় এ বালু চাপা পড়ার ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সবুজ মিয়া উপজেলর পৌরসভার পশ্চিম খরস গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
নিহতের চাচা নুরু মিয়া জানান, প্রতিদিনে মতো সবুজ ড্রেজারে সাহায্যে বালু উত্তোলন করছিল। এ সময় সে বালুর উপরের দাঁড়িয়ে ছিল। ড্রেজারে বালু উত্তোলনের ফলে দাঁড়ানো স্থানে বালুর ধসে গর্তের সৃষ্টি হয়। এ গর্তে সুবজ বালু চাপা পড়ে যায়।
ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষনা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম ঘটনার সত্যত্য নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়না তদন্ত ছাড়া মৃতদেহ নেয়ার জন্য আবেদন করেছে নিহতের পরিবারের লোকজন বলে জানান তিনি।