রাশিয়ার ‘স্পুটনিক-ভি এর পর এবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর।
বৃহস্পতিবার ( ২৯ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার সরবরাহে সংকট দেখা দিলে গত ২৭ এপ্রিল রাশিয়ার তৈরি টিকার অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। আর আজ দিল চীনের তৈরি টিকার অনুমোদন। যাতে করে টিকা কার্যক্রম চলমান রাখতে কোনো সমস্যা না হয়।
গত জানুয়ারি মাসে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকার অনুমোদন দেই। তারপর গত ২৭ এপ্রিল আমরা স্পুটনিক-ভির অনুমোদন দেই। আর আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছি। এই টিকাটি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটি একটি (ইনাকজেটিভ) ভ্যাকসিন। এটা পয়েন্ট ফাইভ করে ২৮ দিনের গ্যাপে দুবার দিতে হয়।
মাহবুবুর রহমান আরও বলেন, ‘এই ভ্যাকসিনটি বিশ্বের পাঁচটি দেশে ৫৫ হাজার মানুষের ওপর তৃতীয় ধাপের ট্রায়াল চালানো হয়েছে। এই নথিগুলো আমাদের ১২ সদস্য বিশিষ্ট একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। গতকাল আমরা এটা রিভিল করেছি। সার্বিক দিক বিবেচনায় ইমার্জেন্সি কমিটি এটা দেশে ব্যবহারের জন্য সুপারিশ করেন। ফলে আমরা টিকাটির অনুমোদন দিয়েছি।
দ্যা মেইল বিডি/খবর সবসময়