ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বেলজিয়াম। আজ মঙ্গলবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
এনডিটিভির খবরে বলা হয়েছে, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রো এক বিবৃতিতে জানিয়েছেন, বিমান, নৌ, বাস বা ট্রানজিট ট্রাফিক কোনো মাধ্যমেই ভারত, ব্রাজিল বা দক্ষিণ আফ্রিকা থেকে বেলজিয়ামে ভ্রমণ করা যাবে না।
তবে এই তিন দেশে থাকা বেলজিয়ামের নাগরিকরা তাদের দেশে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে। সেইসঙ্গে বেলজিয়াম থেকে কাউকে এ মুহূর্তে এই তিন দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।