দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১হাজার ১৫০জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩৩০৬জন।
মোট শনাক্ত ৭ লাখ ৪৮হাজার৬২৮জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৪হাজার ২৪১জন এবং এখন পর্যন্ত ৬ লাখ ৬১ হাজার ৬৯৩জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ৩৫০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৫হাজার ৮৬৪টি নমুনা সংগ্রহ এবং ২৫হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৩লাখ ৭১হাজার২৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।।