গ্লোব বায়োটেক উদ্ভাবিত ‘বঙ্গভ্যাক’ করোনার টিকার নৈতিক অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি ) চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
তিনি দাবি করেছেন, বিএমআরসি এ বিষয়ে সরকারের সাথে কাজ করছে। তবে অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আজ রবিবার বাংলাদেশ প্রতিদিনকে ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, আমার নাম দিয়ে কোনো কোনো গণমাধ্যম এক সপ্তাহের মধ্যে ‘বঙ্গভ্যাক্স’ অনুমোদন পাবে বলে যে খবর প্রচার করছে, তা সঠিক নয়।