খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁ বিভাগের উপ-কমিশনার ওয়াহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য, অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনার মামলা রয়েছে।