ফের রিমান্ডে রফিকুল ইসলাম মাদানী, এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেয়া হচ্ছে। তাকে মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আরও সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আবু সুফিয়ান মো. নোমান ভার্চুয়ালি শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার (২১ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার আসামি রফিকুল ইসলাম মাদানীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
গত ২১ এপ্রিল মতিঝিল থানার আরেক মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়। এরপর গত ১৬ এপ্রিল তাকে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ।