স্টাফ রিপোর্টার : অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় নেত্রকোনার হাওরাঞ্চলে দ্রুতগতিতে চলছে ধান কর্তনের কাজ।
জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে হাওরাঞ্চলে অপেক্ষাকৃত নিচু জমিতে শতাধিক কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে দ্রুত গতিতে চলছে এই ধান কর্তন।
সোমবার (১৯ এপ্রিল) সকালে নেত্রকোণার মদন ও খালিয়াজুড়ীর হাওরাঞ্চলে কৃষকদের ধান কাটা পরিদর্শন করে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এসময় জেলা প্রশাসক জানিয়েছেন ইতোমধ্যে হাওরাঞ্চলে ৭০ শতাংশ ধান কর্তন সম্পন্ন হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক শ্রমীক হারাঞ্চলের ধান কাটছেন। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে রয়েছে।
ধান কর্তন পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।