মোঃ হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে জেলার লোহাগড়া থানাধীন মরিচপাশা এলাকায় অভিযান চালিয়ে ১০০ (পিচ) ইয়াবাসহ এক যুবক কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশের একটি চৌকশ টিম। বুধবার ১৪ (এপ্রিল) ফয়সাল শেখ (২২) নামে ওই যুবক কে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ফয়সাল শেখ ( ২২) লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামের বাশার শেখের ছেলে।
লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১২ টার দিকে লোহাগড়া থানা পুলিশের এস আই মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় লোহাগড়া থানাধীন মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে আসামী ফয়সাল শেখ কে ১০০ (পিচ) ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি ) সৈয়দ আশিকুর রহমান বলেন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল -হাজতে পাঠানো হয়েছে।