জসিম উদ্দীন (কলমাকান্দা, নেত্রকোণা):
বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি আল নাহিয়াল খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্যের নিদের্শনায় নেত্রকোণা জেলা ছাত্রলীগ এর ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক রাজিব এর পক্ষ থেকে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পথচারী ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা মূলক মাক্স বিতরণ অব্যাহত রয়েছে।
রবিবার (১৮এপ্রিল) বিকালে নেত্রকোণা জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক রাকিব আহম্মদ (রাজিব) এর পক্ষ থেকে সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে মাক্স ও লিফলেট বিতরণ করেন।
এসময় জেলা ছাত্রলীগ নেতা রাকিব আহম্মেদ (রাজিব) জানান , ‘দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন পরিস্থিতিতেও নগরীর অনেকেই মাক্স বিহীন চলাচল করছে,সামাজিক দূরত্ব অবজ্ঞা করছে।
তাই আমরা নেত্রকোণা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ মানুষগুলোর পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমরা সারা মাসব্যাপি প্রতিদিনই মাক্স ও লিফলেট বিতরণ করে যাচ্ছি ।
এসময় কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।