রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া আলোচনার প্রস্তাবে রাজি হয়েছেন। আজ শনিবার এ তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
জানা গেছে, শুরুর দিকে পুতিনের রাজি হওয়া না হওয়া নিয়ে জল্পনা থাকলেও শেষে জো বাইডেনের আলোচনার প্রস্তাবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পেসকভ আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন বার বার বলেছেন যে, আমাদের বন্ধুরা যেমন আলোচনা করতে চান আমরা সেইভাবে সংলাপের জন্য প্রস্তুত। তবে ক্রেমলিন দুই নেতার শীর্ষ বৈঠকের বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার টেলিফোন আলাপে জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন। যখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বেড়েছে তখন প্রেসিডেন্ট বাইডেন এই আলোচনার প্রস্তাব দেন।
সূত্র : পার্সটুডে।