স্টাফ রিপোর্টার: রংপুর সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত ।১৩ এপ্রিল আসামি পক্ষের আইনজীবী গ্রেফতারকৃত মোঃ সেলিম মিয়া ও নজমল হকের জামিন আবেদন করলে তা খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।
গতকাল ১২ এপ্রিল সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার অভিযোগে মামলার এজাহার ভুক্ত আসামি মোঃ সেলিম ও নজমল হককে গ্রেফতার করে গাইবান্ধা সদর থানা পুলিশ । তবে এ মামলার প্রধান আসামি জুয়াড়ি মোঃ লিটন মিয়া এখনো পলাতক রয়েছে ।
উল্লেখ্য গত ৮ মার্চ গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাসপাতাল বালুয়ায় সাংবাদিক সুমন মন্ডলের পথ আটকিয়ে তাকে বেধড়ক মারপিট করে মারাত্মক ভাবে আহত করে মোঃ লিটনের নেতৃত্বে সেলিম , মোঃ নজমল হকসহ আরো বেশ কয়েকজন কুখ্যাত জুয়াড়ি । পরে সুমন মন্ডল বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করে।