মঙ্গলবার, এপ্রিল ৯, ২০২৪

আসন্ন রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার জিআর নগদ অর্থ বিতরণ

যা যা মিস করেছেন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : ‍‍‍‍‌‌‌‌‌‌‘প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত নিরলসভাবে কাজ করছেন। তাঁর যোগ্য নেতৃত্বের ফলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। আমাদের সকলকে তাই প্রধানমন্ত্রীর প্রতিটি দিক নির্দেশনা, সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।’

শনিবার (১০ এপ্রিল) নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন পরিষদে আসন্ন রমজান উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জিআর নগদ অর্থ বিতরণকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি এসব কথা বলেছেন।

পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান কইলাটি ইউনিয়নের ৫০০ দরিদ্র ও দুঃস্থ মানুষের হাতে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা তুলে দেন।

আসন্ন রমজান উপলক্ষে নেত্রকোণা জেলার ১০ উপজেলার ৮৬টি ইউনিয়নে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত দু্ই লক্ষ ৫০ হাজার টাকা হারে মোট দুই কোটি ১৫ লক্ষ টাকা দেয়া হচ্ছে।

বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউিএনও) মাসুদা আক্তার, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম, কাইলাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security