কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ সহ সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ হ্যাকিং এর ঘটনা ফাঁস হচ্ছে । দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ জন সংশ্লিষ্ট ব্যাক্তির ফেসবুক একাউন্টের ব্যাক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর পাওয়া গিয়েছে ।
হ্যাকিং এর শিকার ব্যাক্তিদের তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী , প্রক্টর, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা । ঢাকার বেসরকারী ‘ইউনিভার্সিটি অব স্কলার্স’ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কিছু শিক্ষার্থীর সংগ্ৰহ করা তালিকা থেকে এটি জানা গেছে ।
সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ১০৬ টি দেশের মোট ৫৭ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যাহারকারীর ফোন নাম্বার ও ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়েছে । এর মধ্যে বাংলাদেশী রয়েছেন ৩৮ লাখ ।
একটি লো-লেভেল হ্যাকিং প্লাটফর্ম এসব তথ্য প্রকাশ করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে । বিজনেস ইনসাইডার এই তথ্যটি সবার আগে জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্ল্যেখ করা হয়েছে ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হ্যাক হওয়া প্রায় ৩০০ জনের ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে ফোন নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা , প্রোফাইল, কিছু কিছু ক্ষেত্রে ইমেইল নাম্বার । এদিকে এমন হ্যাকিং এর খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই ।
নিজের ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় করছেন কেউ কেউ । তবে তথ্য ফাঁস হওয়া একাউন্ট গুলোর কোনটির একসেস কিংবা পাসওয়ার্ড হ্যাকাররা নিতে পারেনি । ‘এটিকে প্রকৃতপক্ষে হ্যাকিং বলা যায় না’- এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন শিক্ষার্থীদের অনেকেই।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ‘ইভান শরিফ’ বলেন, ‘এটি আসলে হ্যাকিং নয় । ফেইসবুক ইউজারদের সাথে প্রতিনিয়তই এমনটি হয় । হ্যাকিং বিষয়টি সম্পূর্ণ আলাদা ।’