করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ (সোমবার) থেকে সারাদেশে শুরু হয়েছে সাত দিনের লকডাউন। ফলে যাত্রীবাহী বাসসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী যাত্রীরা।
গণপরিবহন না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড অবরোধ করেছেন তারা।
তবে সকাল ৯টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।
অবরোধকারীরা অভিযোগ করেন, লকডাউন সত্ত্বেও সড়কে প্রাইভেটকার, ট্রাক, সিএনজি চলাচল করছে। কারখানা ও অফিসও খোলা রয়েছে। কিন্তু শ্রমিক বা কর্মচারীদের যাতায়াতের জন্য কোনও পরিবহন নেই। ফলে অফিস খোলা থাকার পরেও তারা যেতে পারছেন না।
তারা দাবি করেন, অফিস-কারখানা খোলা রাখলে তাদের জন্য গণপরিবহনেরও ব্যবস্থা করতে হবে। সূত্র: বিবিসি বাংলা