বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চকে বাংলাদেশ ডে ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউচার।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে এক বার্তায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউচার বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে বলে তিনি জানান। একই সঙ্গে ২৬ মার্চকে বাংলাদেশ ডে হিসেবে ঘোষণা দেন।