আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৩৬ নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে এই দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপে থেকে তাইটং যাচ্ছিল। ট্রেনে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে অনেকেই ছিলেন পর্যটক।
ফায়ার ব্রিগেডের তথ্যানুসারে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগের অবস্থাই সংকটাপন্ন।
ইতিমধ্যে ৮০ থেকে ১০০ জন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনের ভেতরে এখনো অনেক মানুষ আটকে আছেন। আটক লোকজনকে উদ্ধারে জোর তৎপরতা চলছে।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।