কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাড়ির সামনে জমির গর্তে পানিতে ডুবে ইমরান নামে ১৭ মাসের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁচগজ গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত ইমরান মো. নুরুল আমিন (২১) এর শিশু ছেলে সন্তান।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমরানের দাদী তহুরা আক্তার (৫০) বসত ঘরের বারান্দায় তার নাতিকে রেখে সংসারে কাজ কর্মে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর বারান্দায় নাতিকে দেখিতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে দাদী বাড়ির সামনে জমির গর্তের পানিতে ভাসমান অবস্থায় ইমরানকে দেখতে পান। দাদীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষনা করেন।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পিতার আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে মৃতদেহ হস্তান্তর এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।