দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ প্রতিনিধি: হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক প্রকৌশলী মু. ইনামুল হক বলেন, হাওর উন্নয়নের নামে হাওর এলাকার প্রকৃতি বিপন্ন হতে চলছে। হাওর এলাকার বিপন্ন প্রকৃতিকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে হবে। হাওরের দেশী প্রজাতির মাছের দুরাবস্থা নিরসন করতে হবে, হাওরের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারণে এখন আর আগের মতো মা মাছেরা ডিম উৎপাদন করতে পারছেনা, অতিথি পাখিরা হাওরে আসছেনা, হাওরের প্রাকৃতিক উদ্ভিদ বিলুপ্ত হতে চলছে। তিনি আরো বলেন, শুধু বাঁধ নির্মাণ করলেই চলবেনা, বোরো ফসল বৈশাখের আগে ঘরে তুলতে হবে, কার্তিক-অগ্রহায়ণ মাসের মধ্যে পিআইসি গঠন করে ফেলতে হবে, বৈশাখ মাসে বাঁধ কেটে ফেলতে হবে যাতে পানি প্রাকৃতিকভাবে চলাচল করতে পারে, দেশীয় মাছ অবাধে বিচরণ করতে পারে।

বুধবার সকালে জেলা শহরের কাজী পয়েন্টস্থ লতিফা কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের কাউন্সিল অধিবেশনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাওর বাঁচাও আন্দোলন, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা কমিটির আহবায়ক বাবু সুখেন্দু সেন, নেত্রকোনা জেলা কমিটির প্রতিনিধি আব্দুল হালিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রতিনিধি শামীম আহমেদ, হবিগঞ্জ জেলা কমিটির প্রতিনিধি জাফর ইকবাল চৌধুরী, এম এ জব্বার, সিলেট জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন, যুগ্ম আহবায়ক কাউসার আহমদ, সদস্য তারেক আল মঈন, সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব রাজু আহমদ, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদ নূর আহমদ, জগন্নাথপুর উপজেলা কমিটির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল গণি, তাহিরপুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক তোজাম্মুন হক নাসরুম, শাল্লা উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাশ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, দিরাই উপজেলা কমিটির সাধারণ স¤পাদক শামসুল ইসলাম সরকার, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ প্রমুখ।

পরে বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানকে সভাপতি, বিজন সেন রায়কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version