পশ্চিমবাংলায় ভোটযুদ্ধের আজ দ্বিতীয় দফা। আজ সকাল থেকে রাজ্যের ৪ জেলার ৩০ আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। আজকের ভোটে হাইভোল্টেজ আসন হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। এখানে শাসক দলের প্রার্থী হলেন খোদ তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি।
প্রায় ১০০ বুথে পোলিং এজেন্ট দিতে পারেনি তৃণমূল দাবি করে শুভেন্দু অধিকারী বলেছেন, দিদি হেরে গেছে। নন্দীগ্রামের মানুষের সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক। আমি ওদের পরিবারের লোকের মতই। পরাজয়ের মার্জিন বলা ঠিক না, তবে আগেও বলেছি এখনও বলছি দিদি ৫০ হাজার ভোটে হারবে। উন্নয়ন জিতবে।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী এক সময়ের মমতা ব্যানার্জির কাছের লোক ও তৃণমূলের মন্ত্রী ছিলেন। পরে তিনি বিজেপিতে যোগ দেন, বর্তমানে শুভেন্দু বিজেপির হয়ে মমতার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নন্দীগ্রামে ভোটে লড়ছেন।