করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ বেড়ে যাওয়ায় পূর্বনির্ধারিত নিয়োগ পরীক্ষা (লিখিত) স্থগিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১, ২ ও ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নবম ও দশম গ্রেডের এ লিখিত পরীক্ষা। এর আগে গত ২৫ মার্চ লিখিত পরীক্ষা আসনবিন্যাস প্রকাশ করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
গত বছরের সেপ্টেম্বরে ১৪৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সংস্থাটি। এতে সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ২০, সহকারী ব্যবস্থাপক (হিসাব) ৩০, সহকারী প্রকৌশলী ২৫, উপসহকারী প্রকৌশলী ৪৩, সহকারী কর্মকর্তা ২২ ও সহকারী কর্মকর্তা (হিসাব) পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে।