মোঃ হাবিবুর রহমান,নড়াইল প্রতিনিধি :
নড়াইল ঘোড়াখালী মাগুরা সড়ক রঘুনাথপুর এলাকা থেকে ছয়শত (৬০০)পিছ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। শনিবার ২৭ (মার্চ) সন্ধা সাড়ে ৬ টার দিকে মো : মিল্টন খান ও মো: শহিদুল ইসলাম নামে ওই দুই ব্যক্তি কে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে,নড়াইল ঘোড়াখালী মাগুরা সড়ক রঘুনাথপুর পাকা রাস্তার উপর থেকে আসামি ১। মো: মিল্টন খান(,৪০) পিতা:মৃত দুলাল খান,২। মো: শহিদুল ইসলাম(২৫), পিতা: মো: মিজানুর খান,উভয় গ্রাম: চর কোটাকোল,থানা: লোহাগড়া,জেলা: নড়াইল দ্বয় কে ,নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের, এ এসআই মাহফুজুর রহমান এর নেতৃত্বে এসআই নিয়াজ মোর্শেদ,এ এসআই শরীফ,এ এস আই ওবায়দুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ আসামীদের কে ছয়শত (৬০০) পিছ ইয়াবাসহ আটক করেন।
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার পূর্বক আসামীর বিরুদ্ধে নড়াইল থানায় মামলা দায়ের করা হয়েছে।