নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে বিষ পানে লিমা আক্তার (১৬) নামে এক কিশোরী আত্নহত্যা করেছে।
জানা যায়, মঙ্গলবার (২৯মার্চ) পবিত্র শবেবরাতের রাতে বাড়ির সবাই নামাজে থাকার সুযোগে ঘরে থাকা শসা খেতের বিষ পান করে। পরে বিষয়টি পরিবারের লোককজন টের পেয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স নিয়ে যায় তাকে। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
লিমা আক্তার উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের শরাফত আলী ফকিরের কন্যা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের এ বছর এসএসসি পরীক্ষার্থী। কি কারনে লিমা বিষ পানে আত্নহত্যা করেছে তা পরিবারের লোকজন বলতে পারছে না।
অল্প বয়সে আত্নহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। ঘটনার নিশ্চিত করে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে