হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নরসিংদীতে পালিত হচ্ছে। আজ রবিবার সকাল থেকেই নরসিংদীর সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল।
তবে বেলা ১১টার দিকে হেফাজত ইসলামের কয়েকশত কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থান নেন। তারা সড়কের ওপর বসে পড়েন। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তখন একটি গাড়ি ভাঙচুর করেন তারা।
এ ছাড়া বেলা ১২টার দিকে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত কর্মীরা।