জসিম উদ্দীন (কলমাকান্দা প্রতিনিধি) :
সারা দেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদরের মাল্টিপারপাস অডিটোরিয়াম মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের হাতে রজনীগন্ধা দিয়ে সম্মাননা তুলে দেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. সোহেল রানার সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, এবং উপস্থিত ছিলেন, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক। আরও উপস্থিত ছিলেন
বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ, এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকসহ শ্রেণি পেশার লোকজন।