বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জৈব সুরক্ষা বিষয়ক বেশ কিছু চুক্তিতে বাংলাদেশ সফর করছে তারা। সেই শর্তগুলোর একটি হলো কোনো ব্যাটসম্যানের ছক্কার মার উড়ে গিয়ে গ্যালারিতে পড়লে সেই বল আর মাঠে ফিরিয়ে আনা যাবে না। নতুন বল দিয়ে খেলা শুরু হবে। তবে গত দুই ম্যাচে একবারও বল গ্যালারিতে পাঠাতে পারেনি অজি ব্যাটসম্যানরা। অবশ্য দুইবার বল গ্যালারিতে গেছে। তবে দুইবারই ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশি। গত মঙ্গলবার প্রথম ম্যাচে তিনটি ছক্কা মারে বাংলাদেশ। এর মাঝে নাঈম ২টি আর মাহমুদউল্লাহ একটি। গ্যালারিতে পড়া বলে আর খেলা হয়নি। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছক্কা মেরেছে মাত্র ২টি। একটাও…
Author: Saizul Amin
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণিকে গতকাল বুধবার আটকের পর উত্তরায় র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। র্যাব অভিযানের পূর্বমুহূর্তে ফেসবুক লাইভে এসে বিভিন্ন কথাও বলেন পরীমণি। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরীমণির সাথে বরাবরই দেখা গেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। উত্তরা বোট ক্লাব কাণ্ডের সময় বিষয়টি আরও বেশি দৃষ্টিগোচর হয় অনেকের। পরী যখন নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত চয়নিকা চৌধুরীকে বিশেষ ভূমিকা নিতে দেখা গেছে। এমনকি পরবর্তীতে ডিবি অফিসেও গিয়েছেন পরীর সাথে। তখন পরীমণি চয়নিকাকে নিজের ‘মা’ হিসেবে অভিহিত করেন আর চয়নিকাও পরীকে নিজের মেয়ের…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করে বলেছেন, দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে তার বিরাট অবদান রয়েছে। তিনি বলেন, ‘সাংস্কৃতিক দিক থেকে ও ক্রীড়ার দিক থেকে আজকে যে উৎকর্ষতা, স্বাধীনতার পর বিশেষ করে, সেখানে শেখ কামালের একটা বিরাট অবদান রয়েছে।’ তিনি বলেন, শেখ কামালের সাদাসিধে জীবনে দেশকে গড়ে তোলা, দেশের মানুষের পাশে থাকা, শিক্ষা প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক অঙ্গন বা ক্রীড়া অঙ্গন-এইসব কিছুর উন্নতি করা, এটাই ছিল তার কাছে সব থেকে বড় কথা। আজ বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে…
শি জিনপিংয়ের নিপীড়নের রাজত্ব থেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে চীনা জনগণ। তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে। ২০১২ সালে শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ১৩ হাজার চীনা নাগরিক বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের (ইউএনএইচসিআর) সর্বশেষ তথ্যে এ চিত্র তুলে ধরা হয়েছে। ডব্লিউআইওএনর পালকি শর্মা বলেন, চীনা জনগণ আশঙ্কা করছে, যদি কাউকে শাসকদের জন্য হুমকি বলে মনে করা হয়, তাহলে রাষ্ট্র তাকে টার্গেট করবে। তিনি আরও বলেন, চীনা জনগণ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারা গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় চাইছে। শি দায়িত্ব গ্রহণের পর থেকে চীন থেকে বার্ষিক আশ্রয় প্রার্থীর সংখ্যা ছয় গুণেরও…
এবি হান্নান: অদ্য ০৫ আগস্ট ২০২১ তারিখ রাত ০১ঃ০৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষণি জোনের অধীনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতের আস্তানা থেকে কুখ্যাত ডাকাত ইলিয়াস কে দেশীয় অস্ত্র (একনলা শর্টগান), তাজাগোলা, পাইরোটেকনিক, রামদা ও দাসহ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার হাতিয়া এবং হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উভয়ের যৌথ অভিযানে বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর নিঝুমদ্বীপ এলাকার ডুবাইর খাল সংলগ্ন মদিনা গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালীন সময়ে উক্ত এলাকায় ডাকাতের আস্তানা থেকে ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াস (৩৮) কে ০১ টি একনলা শর্টগান,…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নিহত হয়েছে। বুধবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে জেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। নিহত লিখন শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে। জানা যায়, গতকাল বুধবার (৪ আগস্ট) দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় ডেভিড কোম্পানি পাড়ার শরিফের দোকানে আম কিনতে যায়। আম কেনার সময় শরীফের সাথে কথাকাটাকাটি হয় লিখনের। পরে লিখন বাড়িতে আম রেখে এসে শরীফের সাথে সামান্য হাতাহাতি হলে স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়।…
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত প্রায় ১৫ মাস যাবৎ বন্ধ রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও। আর এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বশেমুরবিপ্রবি প্রশাসন। ইতোমধ্যে অনলাইন পরীক্ষার বিষয়ে নীতিমালা তৈরির জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ৮ আগস্টের মধ্যে নীতিমালা প্রনয়ন করে উপাচার্যের নিকট জমা দিতে বলা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন, কৃষি অনুষদের ডিন ড. মো: মোজাহার আলী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আইন অনুষদের ডিন ড. মো: রাজিউর রহমান। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো: শাহজাহান, মানবিকী…
আরিফুর রহমান, নলছিটি : কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঝালকাঠির নলছিটিতে সোহেলী পারভীন (৪০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মৃত সোহেলী পারভীন উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের ৬১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ওই শিক্ষিকার জ্বর ও সর্দি-কাশি দেখা দেয়।পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকাতে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। ওই স্কুল শিক্ষিকা নেয়ামতী মহেশপুর এলাকার ডাঃ জয়নাল আবেদিনের স্ত্রী।তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে অফিস ও শপিংমল-দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানান। মন্ত্রী বলেন, চলমান লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়া হবে। তবে একজন কর্মচারীও ভ্যাকসিন ছাড়া কর্মস্থলে আসতে পারবেন না। এর আগে আজ বেলা ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্টরা অংশ নেন।
করোনাভাইরাসের টিকা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার ঘটনায় ভিডিও সরিয়ে নিয়ে ক্ষমা চেয়েছেন ‘কিটো ডায়েট’ দিয়ে আলোচনায় আসা চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, ‘করোনার টিকা বিষয়ে কিছু তথ্য সহজভাবে বোঝাতে গিয়ে আমার অসাবধানতাবশত ভুল ব্যাখ্যা দিয়েছিলাম। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে আমি অত্যন্ত দ্রুততার সাথে ভিডিওতে যে তথ্যগুলো ভুল ছিল এবং যে কথাগুলো জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে সেসব বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়ে পূর্বের ভিডিওটি অনলাইন থেকে সরিয়ে নিয়েছি।’ ডা. জাহাঙ্গীরের পোস্টটি হুবুহু তুলে ধরা হলো : আসসালামু আলাইকুম, আমি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবীর। সুস্থ থাকার লক্ষ্যে একটি স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে কাজ করছি।…
অবশেষে সীমিত পরিসরে আগামী ১১ আগস্ট থেকে চালু হচ্ছে গণপরিবহন। একই সাথে খুলে দেওয়া হবে দোকানপাট ও অফিস। মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এসব তথ্য জানান। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়া হয়। মন্ত্রী জানান, ‘অন্যান্য কারখানাও আমরা খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ১১ তারিখ থেকে দোকানপাট, যানবাহনও চলবে। তবে সব একত্রে না। আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেটরকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করবো, বাই রোটেশনে যাতে চলে। গাজীপুর থেকে ১০০ গাড়ি প্রতিদিন ঢাকায় আসে। ১০০ না, ৩০টি আসুক…
আগামী ১১ আগস্টের পর ১৮ বছরের বেশি বয়সী কেউ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানান। এ সময় মন্ত্রী বলেন, দেশব্যাপী ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। সবাইকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। আন্তঃমন্ত্রণালয়ের সভায় আগামী ১০ আগস্ট পর্যন্ত চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট (মঙ্গলবার) থেকে দেশের অফিস ও শপিংমল-দোকানপাট খুলে দেওয়া হবে। তবে ভ্যাকসিন গ্রহণ ছাড়া কোনো কর্মচারী কর্মস্থলে আসতে পারবেন না। ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, আগামী ১১ তারিখ থেকে সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করবে। টিকা ছাড়া ১৮…
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (২ আগস্ট সকাল ৮টা থেকে ৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) আরও ২৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে রয়েছেন ১৬ জন। বাকি সবাই রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ৭২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫ জন এবং অন্যান্য বিভাগে মোট ৪৭ জন রোগী ভর্তি রয়েছেন। এ বছর ২ জানুয়ারি থেকে ৩ আগস্ট…
করোনা মহামারির মধ্যে এবার মাস্ক না পরে ঘরের বাইরে বের হলে তাদের জরিমানা করার ক্ষমতা পুলিশকে দিতে যাচ্ছে সরকার। মঙ্গলবার এক সভা শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে সঠিকভাবে এনফোর্স করতে পুলিশকে ক্ষমতা দেওয়ার প্রয়োজন রয়েছে। যাতে করে যারা মাস্ক পরবে না তাদের জরিমানা করতে পারে। এজন্য অধ্যাদেশ লাগবে। আলোচনা হয়েছে, আমরা সেদিকেও যাবো। সভার সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, চলমান কঠোর বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে সারাদেশের দোকানপাট খুলে দেওয়া হবে। সীমিত পরিসরে…
চলমান লকডাউনের মেয়াদ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে সরকার। পরদিন ১১ আগস্ট থেকে গণপরিবহণ চলবে। তবে পরিবহণের চালক ও তার সহকারী এবং ১৮ বছরের বেশি বয়সের যাত্রীদের করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে রাখতে হবে। এছাড়া গণপরিবহন চলাচলের ক্ষেত্রে রোটেশন পদ্ধতি অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে গণপরিবহন চলবে। তবে এগুলো চলবে রোটেশন পদ্ধতিতে। একটি রুটে একাধিক কোম্পানির যানবাহন চলাচল করে থাকে। মালিকরা একেকদিন একেকটি কোম্পানির বাস চালাবেন। তবে প্রতিটি যানবাহনের চালক ও তার সহকারী…
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিবর্গের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর কু-কর্মের সাক্ষী আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদে হেলেনা জাহাঙ্গীর সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গাবতলী এলাকা থেকে র্যাব-৪ এর অভিযানে হেলেনা জাহাঙ্গীর এর অন্যতম এই দুই সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে গ্রেফতার করেছে র্যাব। এরপর দুপুরে রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মুখপাত্র খন্দকার আল মঈন গ্রেফতারকৃতদের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, হাজেরা খাতুন ২০০৯ সালে কুমিল্লার একটি কলেজ হতে মাস্টার্স সম্পন্ন করেন।…
চিকিৎসক নিয়োগে ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত হয়ে যাওয়া মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। আজ মঙ্গলবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ আগস্ট দুই পর্বে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ গণমাধ্যমকে বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এর আগে গত ১৮ মে প্রথমবার এই বিসিএসের ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এ ভাইভা স্থগিত করা হয়। স্থগিত থাকা এ পরীক্ষা আগামী ১০ আগস্ট হবে। স্বাস্থ্যবিধি মেনে দুটি পর্বে সকাল ১০টা ও দুপুর ২টায় পরীক্ষা…
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, জনগণের সীমাহীন অমানবিক দুর্ভোগে রাষ্ট্র তথা সরকার দর্শকের ভূমিকায় থাকতে পারে না। নাগরিকের দুর্ভোগে সরকারকে অবশ্যই মানবিক হতে হবে। গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে ফেরাকে কেন্দ্র করে তাদের অবর্ণনীয় দুর্ভোগের প্রেক্ষিতে আজ গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে আ স ম রব বলেন, সরকারের উচিত এই অবর্ণনীয় দুর্ভোগ কষ্টের জন্য শ্রমিকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা। গার্মেন্টসহ সব রপ্তানিমুখী শিল্প কলকারখানা খুলে দেয়ার সিদ্ধান্তের সঙ্গে যে গণপরিবহন খোলা রাখার বিষয়টি সম্পৃক্ত সরকারের মধ্যে এটুকু বিবেচনাবোধ থাকলে আর শ্রমিকদের এই দুর্ভোগ হতো না। ঢাকামুখী মানুষের স্রোত, দুর্যোগপূর্ণ আবহাওয়া, উপচে…
ভারতের পাঞ্জাব রাজ্যে অবস্থিত সে দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে বঙ্গবন্ধু কর্নার স্থাপিত হতে যাচ্ছে। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের পাঞ্জাব সফরকালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শ্রী অশোক মিত্তালের সাথে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে, এটি একটি পূর্ণাঙ্গ কেন্দ্র হিসেবে গড়ে তোলার ব্যাপারেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি জানিয়েছেন। ছয়শত একর জমির উপর অবস্থিত ‘লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি’-তে ৫০-এর অধিক দেশের তিন সহস্রাধিক বিদেশীসহ প্রায় ৩৫ হাজার ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয়টি ক্রীড়াক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছে। ভারতীয় অলিম্পিক হকি দলের ০৭ জন খেলোয়াড়সহ টোকিওতে…
টাঙ্গাইলের দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন (টিকা) ছাড়াই সুই পুশ করা সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার বিকালে জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, এ ঘটনায় গতকাল সোমবার সাজেদা আফরিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সুপারিশ করে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়। সেই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২নং বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এসময় সাজেদা আফরিন টিকা গ্রহণকারীদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ না…