রাজধানীর মালিবাগের মৌচাক ফ্লাইওভারে বলাকা পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কমলাপুরে বিআরটিসি বাসেও আগুন দেওয়া হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে দুটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
Author: Saizul Amin
আগামীকাল রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে জানান, শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিসহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতকাকর্মী আহত করার প্রতিবাদে দেশব্যাপী রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এর আগে রিজভী জানিয়েছিলেন, শুধুমাত্র ঢাকা মহানগরীতে সকাল-সন্ধ্যা কর্মসূচি পালন করা হবে। পরে নয়াপল্টনে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত হয়। এরও আগে হরতাল কর্মসূচি নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়। দেশব্যাপী হরতাল কর্মসূচির ঘোষণা দিয়ে বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পর তা আবার মুছে ফেলা হয়।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরে তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে। শনিবার বিকাল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত ছিলেন। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে তিনি আহত হয়েছিলেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও ৪১ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি…
তাসকিনের বল বাস ডি লিডের ব্যাট স্পর্শ করে জমা হয় মুশফিকের গ্লাভসে। কিন্তু আবেদনে আম্পায়ার সাড়া দেননি। এরপর রিভিউ নিলে রিপ্লে দেখে আউট দেন থার্ড আম্পায়ার। এতে ভাঙে ৪২ রানের জুটি। নেদারল্যান্ডসের সংগ্রহ ১০০ পার নেদারল্যান্ডসের দলীয় সংগ্রহ ১০০ পার হয়েছে। ৬৩ রানে ৪ উইকেট পড়ার পর হাল ধরেছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও বাস ডি লিডে। ২৬.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ১০৭ রান। মোস্তাফিজের পর সাকিবের শিকার ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান মিলে প্রতিরোধ গড়েছিলেন। বারেসিকে ফিরিয়ে সেই প্রতিরোধ ভাঙেন মোস্তাফিজ। ঠিক তার পরের ওভারেই অ্যাকারময়ানকে ফিরিয়ে দেন সাকিব। ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ৬৪…
বিএনপির মহাসমাবেশস্থলের কাছাকাছি বিজয়নগর এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা জানা যায়নি। জানা গেছে, পল্টন মোড়ের পর থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পানির ট্যাংকের আশপাশের গলিতে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। নাইটিঙ্গেল মোড়ের আশপাশেও ধোয়া উড়তে দেখা গেছে। সংঘর্ষের খবর আসায় বিএনপির সমাবেশস্থলেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। মঞ্চ থেকে নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হয়েছে। সংঘর্ষের জেরে পণ্ড হয়ে গেছে বিএনপির সমাবেশ। হামলার প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরে হরতাল…
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সৌভাগ্য মহান আল্লাহ পাক দুজনকে মারবেন না। শেখ হাসিনা ও শেখ রেহেনাকে মারবেন না আল্লাহ। ২১ আগস্ট আজকের প্রধানমন্ত্রীর বেঁচে থাকার কথা ছিল না, যদি গ্রেনেডটা বিস্ফোরণ হতো তাহলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পেতাম না। কারণ বেগম মুজিব যেমন বঙ্গবন্ধুর সহযোগী ছিলেন, তেমনি শেখ রেহেনাও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুঃসময়ের সহযোগী বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। শনিবার দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগের জনসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মনে রাখবেন বাংলাদেশকে দুইটা সম্পদ দিয়েছেন আল্লাহ। একটা হচ্ছে বঙ্গবন্ধু। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য। আরেকটা সম্পদ হচ্ছে…
আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। তবে শুধু ঢাকা মহানগরীতে এ হরতাল পালিত হবে। ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে ‘আওয়ামী লীগ ও পুলিশের বর্বরোচিত হামলা’র প্রতিবাদে এ হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বেলা ১টায় শুরু হয় বিএনপির মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশ। শনিবার দুপুরে সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় ক্রমাগত রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড…
রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা এই আগুন দিয়েছে বলে অভিযোগ পুলিশের। শনিবার সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুনের ঘটনায় দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
ঢাকায় ফখরুল সাহেব অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছেন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। খেলা হবে তাহলে। সব রেডি। লাঠিসোঁটা, রড় ও চাল-ডালের বস্তা নিয়ে তারা মাঠে নেমেছেন। এরা ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে। এদের সঙ্গে কোনো আপস নয়। এরা দুর্নীতিবাজ। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। এর অর্থ পাচারকারী। এদের বিরুদ্ধে খেলা হবে। ভোট চোরের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। সামনে কোয়ার্টার ফাইনাল। জানুয়ারিতে ফাইনাল। আমরা সবাই প্রস্তুত, সবাই ঐক্যবদ্ধ। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষ্যে কর্ণফুলীর…
আওয়ামী লীগকে ভয়ভীতি দেখিয়ে লাভ নেই বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি সরকারের পতন ঘটাতে নানা ধরনের আন্দোলনের হুমকি দেয়। এ কথা স্পষ্ট বলে দিতে চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। এই সমস্ত ভয়ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ হবে না। শনিবার চট্টগ্রামের অনোয়ারার কোরিয়ান ইপিজেটের মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। কর্ণফুলি নদীতে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেন সরকারপ্রধান। আওয়ামী লীগ সভাপতি বলেন, আজকে আপনাদের…
জামায়াতে ইসলামীর মহাসমাবেশ শুরু হয়েছে। দুপুর ২টায় রাজধানীর আরামবাগে এ মহাসমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এএইচএম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, এডভোকেট এহসানুল…
রাজধানীর নয়াপল্টনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সংক্রান্ত একটি নির্দেশনার কপি হাতে পেয়েছে বলে খবর দিয়েছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এটি জারি করা হয়, ডাক ও টেলিকম বিভাগ এটির অনুমোদন দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে টেলিকম অপারেটরগুলোকে। উল্লেখ্য, আজ রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ করছে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও সেখানে ইন্টারনেট সেবা স্বাভাবিক আছে বলে জানা গেছে।
রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি সদস্যরা টহল দেয়া শুরু করেছে। বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবি সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে। বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কাকরাইলের সংঘর্ষের পর সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে ছয় প্লাটুনি বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে কাজ করছে।
বিএনপি’র মহাসমাবেশস্থলের কাছাকাছি বিজয়নগর এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টার কাজী সুমন ও কিরণ শেখ জানান, পল্টন মোড়ের পর থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। পুলিশ পানির ট্যাঙ্কির আশপাশের গলিতে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। নাইটিঙ্গেল মোড়ের আশপাশেও ধোয়া উড়তে দেখা গেছে। সংঘর্ষের খবর আসায় বিএনপি’র সমাবেশস্থলেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। মঞ্চ থেকে নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হচ্ছে।
২৮ অক্টোবর রাজপথের বিরোধী দল বিএনপি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পাল্টাপাল্টি মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এখন উত্তপ্ত। দুটি দলই ঢাকায় খুব কাছাকাছি দূরত্বে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমাবেশ থেকে সরকার পতনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। অন্যদিকে সরকারি দল আওয়ামী লীগ একই দিন রাজপথ নিজেদের দখলে রাখার ঘোষণা দিয়েছে। এ দিনটিতে কী হতে চলেছে এ নিয়ে দেশজুড়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। শনিবারের মহাসমাবেশ ইস্যুতে যুগান্তরের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে জনসাধারণ ও পুরো জাতির মধ্যে এই যে…
রাজধানীর নয়াপল্টনেই পূর্বঘোষিত মহাসমাবেশ কর্মসূচি করছে বিএনপি। এই মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের সভা থেকে চূড়ান্ত আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ অথবা ৩১ অক্টোবর সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দিতে পারে দলটি। তবে কৌশলগত কারণে সরাসরি ‘ঘেরাও’ শব্দটি ব্যবহার না করে সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হতে পারে। যেটা নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। তবে পুলিশ বাধা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে সেখানে কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন তারা। সূত্র আরও জানায়, একদফার চূড়ান্ত আন্দোলনের অংশ হিসাবে সচিবালয় ঘেরাও ছাড়াও পরবর্তীকালে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন অভিমুখী ঘেরাও বা পদযাত্রার…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় যৌতুকের টাকা না পেয়ে বেবি বেগম (২৬) নামের এক গৃহবধূর জিহ্বা কেটে দিয়েছেন তার স্বামী। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূর বোন। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তের নাম রিপন মিয়া। তিনি সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রাজীবপুর গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে বেবি বেগমের সঙ্গে রিপন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বেবি বেগমকে মারধর করতেন রিপন। বাধ্য হয়ে প্রায় দেড় লাখ টাকা দেয় বেবি বেগমের…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: ব্যবসা করতে গিয়ে গাইবান্ধার এক যুবক ঋণে জর্জরিত হয়ে নিজের কিডনি বিক্রি করতে ফেসবুকে পোস্ট করেছেন । ১৭ অক্টোবর হুজাইফাতুল ইয়ামানী’র (২৬) নামের এক যুবক নিজের ফেসবুক আইডি থেকে কিডনী বিক্রির পোস্ট করেন । হুজাইফাতুল ইয়ামানী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে । এভাবে কিডনি বা শরীরের যেকোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ। বিষয়টি বেআইনি জেনেও নিরূপায় হয়ে কিডনি বিক্রির পোস্ট দিতে হয়েছে তাকে ।’ এ বিষয়ে হুজাইফাতুল ইয়ামানী’র সাথে কথা বললে তিনি বলেন,গত দেড় বছর আগে বিভিন্ন পরিচিত আত্নীয় স্বজন ও এনজিওর কাছ থেকে ঋন নিয়ে পুরাতন বাজারে একটি মোবাইল…
কে. এম. সাখাওয়াত হোসেন : ভূমি করের (খাজনা) বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে নেত্রকোণার খালিয়াজুরী সদর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (নায়েব) কল্লোল বিশ্বাস ও অফিস সহায়ক (পিয়ন) বদিউজ্জামানের বিরুদ্ধে। তারা দুজনে জমির খাজনা পরিশোধ দাতাদের কাছ থেকে ভুমি কর বাবদ নেওয়া টাকার বিপরীতে চেক (রশিদ) প্রদান করেন ৮৭ থেকে ৯৮ ভাগ কমে। অর্থাৎ ভুক্তভোগীদের কাছ থেকে নেন চার থেকে ২০ হাজার টাকা। এর বিপরীতে রশিদ দেন ৮৩ টাকা থেকে দেড় হাজার টাকার মতো। মৃদুল বিশ্বাস নামে একজনের কাছ থেকে চার হাজার টাকার বিপরীতে ৮৩ টাকার রশিদ দেওয়ার প্রমাণ মিলেছে অফিস সহায়ক বদিউজ্জামান ও সজল নামে এক যুবকের কথোপোথনের…
পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। ক্ষমতাসীন তালেবান প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। এর পর আরও চারটি আফটারশক আঘাত হানে এলাকাটিতে। রিখটার স্কেলে সেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৯। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছিল, এই ভূমিকম্পে শতাধিক মানুষ…