মাহমুদুর রহমান রনি ( বরগুনা ): উপকূলীয় অঞ্চল বরগুনা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে । পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত শিশির।কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিস দেখাও দুরূহ হয়ে পড়েছে। শীতের প্রভাব গ্রাম অঞ্চলে মানুষের জীবনযাত্রা মান দুর্বিষহ হয়ে পড়েছে।
আজ সোমবার (৯ জানুয়ারি ) সকালে বরগুনায় ঘন কুয়াশা ছিল। সতেজে আলো ছড়াতে পারেনি সূর্য।স্থানীয়রা বলছেন গত এক যুগেও এমন শীত ও শিশির তারা দেখেননি। ঘন কুয়াশার কারণে অন্যান্য দিনের চেয়ে রাস্তায় কমেছে লোকজন। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাচ্ছেননা।
বরগুনা বাজার এলাকার রিকশাচালক কবির হোসেন বলেন, ‘ঘন কুয়াশা আর বাতাস বইছে। আমরা সকালে রিকশা নিয়ে বাইরে আসতে পারছি না। মানুষ কাজ ছাড়া বাইরে আসছে না। ফলে আমাদের আয় কমে গেছে।’
আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, কিছু দিন ধরে বরগুনার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরো কয়েক দিন এ রকম পরিস্থিতি বিরাজ করতে পারে।