মোহাম্মদ ফখর উদ্দিন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১নং বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাসিক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ই জানুয়ারি (সোমবার) দুপুরে বৈরাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম তালুকদারের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য আব্দুর রহিম তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৈরাগ ৮নং ওয়ার্ডের বিট পুলিশিং কর্মকর্তা রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো: সোলায়মান। প্রধান অতিথি বলেন, আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন। মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং ও সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন রোধকল্পে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি।
ইউপি সদস্য আব্দুর রহিম তালুকদার বলেন, পরিবারের অভিভাবকরা যদি তাদের সন্তানদের সম্পর্কে সব সময় খোঁজ খবর রাখেন তাহলে অপরাধ সমাজ থেকে কমানো যাবে। তিনি ওয়ার্ডের সবাইকে ভালো পথে চলার আহবান জানান। অন্যথায় পুলিশ কে তথ্য দিয়ে যে কোন অপরাধীকে আইনের আওতায় আনতে সার্বক্ষণিক সহযোগীতা করে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে বৈরাগ ওয়ার্ডকে মাদক ও অপরাধমুক্ত করার ঘোষণা দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল রানা, বৈরাগ ৮নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ হানিফ, তৈয়ব আলী, রাজু, আব্দুল খালেক সহ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।