রুহুল আমিন (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল মির্জাপুর পাইনশাইল এলাকায় গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া নেতৃত্ব ৮ জানুয়ারি (রবিবার) অভিযান চালিয়ে অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত মেসার্স ট্রিপল সেভেন ব্রিকস ও মেসার্স তুরাগ ব্রিকস নামক দুইটি ইটের ভাটাকে দুই লক্ষ করে মোট চার লক্ষ টাকা জরিমানা করে। এ সময় মোট ৪টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোমেন ভুইঞা,মইনুল হক এবং গাজীপুর পরিবেশন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা সহ অন্যান্য বাহিনীর কর্মকর্তা ও জয়দেবপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।