মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে প্রগতি ইসলামী জলবায়ু উন্নয়ন ও কর্মসংস্থান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব এনায়েতনগরের আলীপুর মোল্লারহাট নূরানী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ এই শীতবস্ত্র বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রগতি ইসলামী জলবায়ু উন্নয়ন কর্মসংস্থান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সজিব আহমেদ, আলীপুর মোল্লারহাট নূরানী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক সুলতান হোসেন মোল্লা , সহ-সভাপতি আবুল হাশেম সরদার, সাংবাদিক মোঃ রোমান বেপারী, ফাউন্ডেশনের সদস্য মেহেদী হাসান হৃদয়, আশিক মাহমুদ সহ অন্যান্যরা।