জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সার্বিক কল্যান সাধনের লক্ষ্যে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে “ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। বর্তমানে এ সংগঠনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাবি, জাবি, রাবি ও চবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে।
সেচ্ছাসেবী এ সংগঠনটি জবিতে শারিরীক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী ৯২ শিক্ষার্থীদের নানা ভাবে সহযোগিতা করে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের আর্থিক বিবেচনা সাপেক্ষে এক বছর মেয়াদি সাত শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা প্রদান করে সংগঠনটি।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিডিএফ প্রধান উপদেষ্টা জবি ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পিডিএফ এর আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
এ সময় ড. আইনুল ইসলাম বলেন, পিডিএফ এমন একটি সংগঠন যার সাথে কাজ করতে পারায় আসলেই আনন্দ বোধ করছি। শত ব্যাস্ততার মাঝেও পিডিএফের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ । খুব শ্রীঘই পিডিএফের মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ করা হবে। এছাড়াও জবির দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্লানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভবনসহ অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে প্রতিবন্ধী নারী শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করেছে পিডিএফ। এটা খুবই আনন্দের বিষয়।