গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ব্যবসায়ী আবুল কালাম (৫৫) হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্দ জনতা।
বুধবার (৪ জানুয়ারী) রাতে উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটী পাঁচপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ দিন রাতে একযোগে হামলা চালিয়ে বেশ কয়েকটি বাড়িতে ভাংচুর, লুটপাটের পর অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়-ক্ষতির অভিযোগ ওঠেছে।
প্রসঙ্গত প্রতিবেশীর জমির পাশে গোবর ফেলার জন্য গর্ত করায় এদিন সকালে আবুল কালামকে পিটিয়ে হত্যা করে স্থানীয় প্রতিপক্ষের লোকজন। নিহত আবুল কালাম সহনাটি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ফায়ার লিডার হুমায়ুন কবির সাংবাদিকদের জানান- খবর পেয়ে পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত সাপেক্ষ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করা হবে।
এ বিষয়ে গৌরীপুর থানার ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান- হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। #
হলি সিয়াম শ্রাবণ
০১৫১৮-৪৬৩০৩৩