মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সদস্যগণের আলোচনাসভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক আলমগীর জোয়ারদারের সভাপতিত্বে এবং কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল হায়দার টিটুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহারিয়ার বিন মান্নান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জালাল উদ্দিন,কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন,কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুর অর রশিদ,কটিয়াদী প্রাথমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক নিয়াজ মোহাম্মদ কোরআন।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ফখর উদ্দিন ইমরান(দৈনিক নয়া দিগন্ত,সহ সভাপতি-নজরুল ইসলাম মজিব(দৈনিক ভোরের পাতা),যুগ্ন সাধারণ সম্পাদক-মাসুম পাঠান(দৈনিক যায়যায় দিন,সহ সাধারণ সম্পাদক-ওবায়দুল্লাহ আকন্দ ভূবন(আনন্দ টিভি),সাংগঠনিক সম্পাদক-মাইনুল হক মেনু( সিএনএন বাংলা টিভি)সহ সাংগঠনিক সম্পাদক-মো. নজরুল ইসলাম(দৈনিক আজকের দেশ),অর্থ সম্পাদক-দর্পন ঘোষ (দৈনিক বাংলাদেশের আলো),ক্রীড়া,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক-মাছুম বিল্লাহ তাহের(দৈনিক ময়মনসিংহ প্রতিদিন),দফতর সম্পাদক -আতিকুর রহমান কাযিন (দৈনিক খোলা কাগজ),প্রচার ও প্রকাশনা সম্পাদক-মো. খায়রুল ইসলাম দৈনিক গণমুক্তি,তথ্য ও প্রযুক্তি সম্পাদকÑমুজাহিদ বিন জালাল(আজকের পত্রিকা),নির্বাহী সদস্য – মো.মোবারক হোসেন(এশিয়ান টিভি),নির্বাহী সদস্য-মো- একলাছ উদ্দিন(বিজয় টিভি)।
ইউনিটির সদস্যগণ হচ্ছেন -আজিজুল হক জোয়ারদার(দৈনিক নয়া শতাব্দী),মিজানুর রহমান(দৈনিক আজকালের খবর),সাইদুর রহমান নাঈম (দৈনিক দেশ বাংলা ),মিয়া মোহাম্মদ সিদ্দিক (দ্যা মেইলবিডি)মো. আল আমিন(দৈনিক বিজনেস বাংলাদেশ) মো. সাইফুল ইসলাম (বাংলাদেশ টুডে) সহ গণ্যমান্য অতিথিবৃন্দ।