ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতাঃ
কনকনে শীতকে উপেক্ষা করে নাগরপুরের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন সদ্য বিদায়ী বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম সদস্য, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের রাজপথে কাঁপানো সাবেক তুখোর ছাত্র নেতা, বাংলাদেশ আ’লীগ টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, জননন্দিত কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।
বুধবার(০৪ জানুয়ারী) সন্ধ্যা সাতটা থেকে এলাসিন শামসুল হক সেতুর টোল প্লাজায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় উপস্থিত সকল পেশাজীবীদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন।
এরপর পর্যায়ক্রমে নলসন্ধ্যা কালিবাড়ি প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সাথে ও ডাঙ্গা একটি সামাজিক অনুষ্ঠান বাউল গানের আসরে উপস্থিতদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার পরই
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভারড়া শাখাইল কবরস্থান নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিলে।
এ সময় জননেতা তারেক শামস খান হিমু বলেন – “নাগরপুর আমার, আমি নাগরপুরের” আমি নাগরপুরের সন্তান, আপনাদের সন্তান। আপনাদের মাঝে আমাকে আসতেই হবে। এখান থেকে দূরে চলে যাওয়ার কোন সুযোগ নাই। বারবারই আপনাদের মাঝে ফিরে আসব।
তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি, আমাদের প্রতি আস্থা রাখুন। তিনি যে কথা দেন সেই কথা তিনি রাখেন। আমরা ধলেশ্বরী ও কেদারপুর সেতু চেয়েছিলাম, আমরা পেয়েছি।