নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পথে পথে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
আজ বুধবার রাতে পৌর শহরের বিভিন্ন রাস্তায়, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, রেলস্টেশনে,গাড়িতে করে শীতবস্ত্র নিয়ে ঘুরে ঘুরে নিজ হাতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি। কম্বল পেয়ে শীতার্ত ছিন্নমূল অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। উল্লেখ্য, বিরামপুরে প্রায় এক সপ্তাহ যাবৎ শীতের প্রভাব বেশি। এসময় উপজেলা প্রশাসনের স্টাফগণ সাথে ছিলেন