মাহমুদুর রহমান রনি (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বরগুনা-২ সাংসদীয় আসনের বিএনপির প্রার্থী প্রায়াত প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ জানুয়ারি ) বিকেল ৫টায় পাথরঘাটা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পাথরঘাটা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠন এ মিলাদ ও দোয়ার আয়োজন করে।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম মতিউর রহমান মোল্লা, শাহাবুদ্দিন সাকু, হারুন অর রশিদ , ইসমাইল সিকদার এসমে , কাজী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।