আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের হাড়ি খালি বাজার সংলগ্ন পাকারাস্তার উপর সাতক্ষীরা থেকে ছেড়ে আসা লোকাল বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চাকায় পিষ্ট হয়ে নুর ইসলাম মিঠু(৩০)নামে এক মোটরসাইকেল চালক নিহত।
সোমবার (২রা জানুয়ারি ) দপুর ২টার সময় যশোরের শার্শা থানাধীন হাড়িখালি বাজার সংলগ্ন পাকা রাস্তার উপর নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায় সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্য ছেড়ে আসা জিম এন্টারপ্রাইজ পাবনা জ ১১০০৯৯ লোকাল বাস হাড়ি খালি বাজার সংলগ্ন আসলে অপার দিক থেকে মোটরসাইকেলে থাকা যুবকের সাথে পতিমধ্যে সংঘর্ষ হয়।মোটরসাইকেলে থাকা ওই যুবক বাসের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।তিনি বাগআঁচড়া এলাকায় একটি ব্রীজের কাজ দেখতে আসছিলেন বলে জানাযায়।
নিহত নুর ইসলাম মিঠু(৩০) যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরি রেল গেট এলাকার রবিউল ইসলামের ছেলে।নিহত মিঠু পেশায় একজন ঠিকাদার।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস,আই আমিরুজ্জান বলেন ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধাট করা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সেই সাথে বাসটি আটক করা হয়েছে তবে বাসের চালক ও তার সহকারি ঘটনার পর পরই পালিয়ে গেছে।