তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় পুলিশের অভিযানে ৩কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে অদ্য রোববার (১ জানুয়ারী) এসআই (নিরস্ত্র) আনোয়ার হোসেন, এএসআই, মোঃ রুমান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ৪নং জয়চন্ডি ইউপির অন্তর্গত ক্লিভডন চা বাগানস্থ দূর্গা মন্দিরের সামনে থেকে মাদক ব্যবসায়ী কোকিল তাষা(৩৮) কে গ্রেপ্তার করে। কুলাউড়ার জয়চন্ডি ইউপির ক্লিভডন চা বাগান পাট্টা লাইন মৃত নকুল তাষার সন্তান কোকিল তাষা।
গ্রেপ্তার পূর্বক আসামীর হেফাজতে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারি কোকিল তাষার বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০২, ০১/০১/২০২৩ ধারা: ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিল ১৯(ক) দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এবিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন মাদক ব্যবসাযী আসামির সাথে থাকা ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। আজ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।