স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ গতকাল ও আজ এই দুইদিন ব্যাপি যশোরে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির ঐক্য সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম “জাতীয় কৃষক খেতমজুর সমিতি” গৃহিত হয় । কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র, ঘোষনাপত্র ও কর্মসূচী নির্ধারনসহ আবদুস সাত্তারকে সভাপতি ,তুষারকান্তি দাস, গাজী অব্দুল হামিদ, নিমাই মন্ডল কে সহ- সভাপতি, মোশাররফ হোসেন নান্নু সাধারণ সম্পাদক , জিল্লুর রহমান ভিটু সহ-সাধারন সম্পাদক ও তসলিম উর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।