মাহমুদুর রহমান রনি (বরগুনা ): বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ।
আজ রাত দেড়টার সময় পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের সফিলপুর বাজার সংলগ্ন এলাকায় আব্দুল মান্নানের বাড়িতে এ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে আটক করে।
পাথরঘাটা থানার ওসি মোঃ শাহ আলম বলেন,বরগুনা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মন্নান এর বাড়িতে গভীর রাতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মন্নানের ছেলে পালিয়ে যায়। আর সকাল দশটায় মন্নানের বিরুদ্ধে পাথরঘাটা থানা একটি মাদক আইনে মামলা করা হয়েছে।