স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর শহরের খড়কি এলাকায় গত ২২ ডিসেম্বর যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করা ছাত্র ইরফান ফারাজী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যশোর শহরের খড়কি এলাকার স্থানীয় কাউন্সিলর রাজিবুল আলমের নেতৃত্বে সহস্রাধিক নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা বলেন-ইরফান ফরাজী এলাকায় অতি নম্র-ভদ্র ছেলে হিসাবে পরিচিত ছিল । জানা মতে তার সাথে কারো কোন শত্রুতা ছিলনা। কিন্তু গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে তার পিতার দোকানে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করেছে পুলিশ। অথচ ঘটনার পর চার দিন অতিবাহিত হতে চললেও এখনো পুলিশ কাউকে আটক করতে পারিনি।
এ এমতাবস্থায় হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।