হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে গৌরীপুর প্রেসক্লাব।
গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের বিদায় সংবর্ধনার আয়োজন করে গৌরীপুর প্রেসক্লাব। প্রেস ক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার।
এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এডভোকেট জসীম উদ্দিন, শফিকুল ইসলাম মিন্টু, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন জুয়েল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, ম. নুরুল ইসলাম, ফারুক আহম্মদ, কমল সরকার, আনোয়ার হোসেন শাহীন, আজম জহিরসহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, প্রাথমিক শিক্ষা বিষয়ক অবদানের জন্য বিদায়ী ইউএনও সকলের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন, পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি।
জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সুসমন্বয়ের মাধ্যমে সেতু হিসেবে কাজ করেছেন, যার ফলে সরকারি উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন সহজ হয়েছে।