এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের গড়াকাটা গ্রামের মোঃ মজিবুর রহমানের হাতে নগদ ১০ হাজার টাকা হস্তান্তর করা হয়।
জানা যায় গত অক্টোবর মাসে কোন এক রাতে উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের দুলা শিয়া মোড় থেকে তার অটো থেকে ৬ টি ব্যাটারি চুরি হয়ে যায়।বিভিন্ন জায়গায় খোজাখুজি করার পরে কোন হদিস না পেয়ে সে এক প্রকার সর্ব শান্ত হয়ে পরে।এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায় ব্যাটারী চালিত অটো রিকশা চালক মজিবুর নিত্যন্ত গরিব মানুষ।সে আর দেশ পাঁচ টা লোকের মত কোন কাজ ভাল ভাবে করতে পারেনা।মানুষের কাছ থেকে দার কর্জ করে কোন রকম একটি পুরাতন অটো ক্রয় করে জীবন যাপন করছিলেন।আর এরই মধ্যে তার গাড়ী থেকে ব্যাটারী চুরি হয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।ব্যাটারী হারিয়ে যখন অটো চালক মজিবুর মিয়া সর্ব শান্ত হয়ে পড়ছিল ঠীক তখনই বিদেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠন গড়াকাটা স্বাধীনতা ফাউন্ডেশন অসহায় হতদরিদ্র মজিবুরের পাশে দাঁড়িয়েছে।গত শুক্রবার গড়াকাটা স্বাধীনতা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক এ,এম সারোয়ার জাহান সংগঠনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।এতে মজিবুরের নিভিয়ে যাওয়া স্বপ্ন আবার জাগতে থাকে।
এবিষয়ে গড়াকাটা স্বাধীনতা ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা সাংবাদিক এ, এম সারোয়ার জাহান বলেন, আমরা যখন গঠনা টি শুনতে পেয়েছে।এরকম জগন্য গঠনা শুনে আমরা বসে থাকতে পারিনি। সংগঠনের সবার সাথে কথা বলে আমরা অসহায় মজিবুরের হাতে ১০ হাজার টাকা তুলে দিয়েছি।পাশাপাশি তিনি এরকম জগন্য কাজ কার্যকলাপে জরিত ব্যাক্তিদের উপর ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।এমনকি সমাজের বিত্তশালী মানুষদের এরকম দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান করেন।এ বিষয়ে গড়াকাটা গ্রামের আব্দুল খালেক মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন এরকম জগন্য গঠনা শুনে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন পাশাপাশি মজিবুরের প্রতি সহমর্মিতা অনুভব করছি।
তিনি আরও বলেন, গড়াকাটা স্বাধীনতা ফাউন্ডেশন অসহায় মজিবুরের পাশে দাড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পাশাপাশি সমাজের ধর্নাট্য মানুষের প্রতি উদ্ধার্থ আহবান জানানা মজিবুরের পাশে দাড়িয়ে একটি ব্যাটারি চালিত রিকশা ব্যাবস্থা করে দেওয়ার জন্য।