এ,এম স্বপন জাহান, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগরে দিশারী কতৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের পুরষ্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার ২৩ ডিসেম্বর সকাল ১১টার সময় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ ও কলেজে চতুর্থতম মেধাবৃত্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনাহিদ হাসান খান। পরিচালনা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক জনাব পরেশ চন্দ্র দাসের সভাপতিত্ব ও অনুজ কান্তি সরকার সঞ্চালনা করেন।
সম্প্রতি১৮ নভেম্বর মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে দিশারী প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৫ ডিসেম্বর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত করে কতৃপক্ষ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মোট শিক্ষার্থী ৫২ জন।ট্যালেন্টপুল পেয়েছে ২৪ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২৮ জন।শিক্ষার্থীদেরকে উপহার হিসেবে ক্রেস্ট,সম্মাননা সনদ,মুক্তিযুদ্ধভিত্তিক বই ও বাংলা একাডেমি প্রণীত বানানের নির্দেশিকা ও নগদ অর্থ প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুল ইসলাম,মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সরকারী প্রধান শিক্ষক জনাব বসন্ত কুমার বিশ্বাস প্রমুখ।