দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ আনোয়ার হোসেনের আগমন উপলক্ষ্যে মদন উপজেলা প্রশাসন ও চাঁনগাও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা শাহরীন এবং চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার ও ইউপি সকল সদস্যবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আরও উপস্তিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহনূর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপি সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং দিকনির্দেশনা দেন।