রুহুল আমিন, ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ এর সাথে ডিমলা উপজেলার বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২-ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে কুশল বিনিময় করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। নবাগত জেলা প্রশাসক এর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সোহেলী নোশীন প্রত্যাশা ও মুন্না রানী চন্দ।
এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান৷
পরিচিতি ও মতবিনিময় সভায় ডিমলা উপজেলার সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য দেন, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, শিক্ষা বিষয় আলোচনা করেন, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোকলেছুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) মোছাঃ জান্নাতুল ফেরদৌস, ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরিয়ে আনা কর্মসূচি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন৷