সুজন মাহমুদ, স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিজয় দিবসের আনন্দ ভাগ করে নিতে স্বপ্নলোকের পাঠশালার দু’টি ক্যাম্পাসের সর্বমোট ৭০জন শিক্ষার্থীদের পেন ফাউন্ডেশনের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, পেন ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আলফ্রেড মন্ডল, স্বপ্নলোকের পাঠশালার সহকারী শিক্ষক রত্না ইসলাম ও বিথী খাতুন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি মেঘনা ইমদাদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিশু, ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন